/*! Ads Here */

আয়কর রিটার্ন দাখিলের সময় আয় ও ব্যয়ের সঙ্গতিপূর্ণ রিটার্ন দাখিল করুন

 

আয়কর রিটার্ন দাখিলের সম্পদের সবচেয়ে বিবরণ

আপনার ব্যক্তিগত আয়তন ব্যাংকে গচ্ছিত টাকা, অথবা সঞ্চয় পত্র শেয়ার ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্ন দাখিলের সময় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।  আপনি যদি সুস্পষ্টভাবে আপনার সম্পদের বিবরণ তুলে না ধরেন সেটি আপনার জন্য বৈধ থাকবে না এবং আপনি বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। 

প্রথমবার আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সর্তকতা

যারা প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করতে যাবে তাদের ফরম পূরণের ক্ষেত্রে খুব ভালোমতো সচেতন থাকতে হবে।  আপনার সম্পদ  এর বিবরণ ক্ষেত্রে সজাগ থাকুন এবং কোন সম্পদের হিসাব লুকাবেন না।  কেউ যদি মনে করে থাকে প্রথমবার যখন আমি আয়কর রিটার্ন দাখিল করব সেটি দেখাবো না কিন্তু ধীরে ধীরে সেটি বাড়াবো এই ধারণাটি ভুল।  যদি এই ব্যাপার কর্তৃপক্ষের নজরে আসে তবে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন।  

আয়কর রিটার্ন দাখিলের সময় আয় ও ব্যয়ের সঙ্গতিপূর্ণ রিটার্ন দাখিল করুন

আয়কর রিটার্ন দাখিলের সময় আপনি আপনার আয়ের যেমন দেখাবেন তেমনিভাবে না এরশাদের একটা সামনজস্য থাকা জরুরী।  আপনার জীবনযাত্রার ব্যয় এবং আপনার  আয় যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে আপনি আইনগত জামেলায় পরতে পারেন। 

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

*

Post a Comment (0)
Previous Post Next Post
/*! Ads Here */

Billboard Ad

/*! Ads Here */